ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ৬ অক্টোবর সোমবার ভোরে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে এসব শাড়ি আটক করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ভোরে জেলার কসবা উপজেলার কসবা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩৯/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কসবা ফলপট্টি পাকা রাস্তা নামক এলাকা থেকে ১ হাজার ৯৩ পিস উন্নতমানের অবৈধ শাড়ি আটক করা হয়। আটককৃত শাড়ির সিজার মূল্য ১ কোটি ৩ লক্ষ ৮৩ হাজার টাকা।
Comments