হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা যুবলীগের সদস্য এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান (মাসুক)। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল, পাশে ছিলেন পুলিশের একাধিক সদস্য।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্যারোলে মুক্তির অনুমতি পান তিনি। বাবার দাফন শেষে তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
মাকসুদুর রহমান খালিয়াজুরী সদর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের ছেলে। বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে ফজলুর রহমান মৃত্যুবরণ করলে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়। জেলা প্রশাসনের অনুমোদনের পর কারাগার থেকে তাকে প্রিজন ভ্যানে করে মদনের উচিতপুর ফেরিঘাটে আনা হয়। সেখান থেকে ট্রলারে করে খালিয়াজুরী কলেজ রোড ফেরিঘাট, পরে হেঁটে উপজেলা পরিষদ চত্বরে জানাজাস্থলে নিয়ে যাওয়া হয়।
জানাজায় অংশ নেওয়ার সময় মাকসুদুর রহমানকে ঘিরে রাখেন একাধিক পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাম হাতে হাতকড়া লাগানো ছিল তার, সেটিতে দড়ি বেঁধে একজন পুলিশ সদস্য ধরে রেখেছিলেন। তবে পুলিশ সদস্যরাও জানাজায় শরিক হন।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ১৬ জুলাই খালিয়াজুরী উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় মাকসুদুর রহমান ১৬ নম্বর আসামি। মামলায় মোট ১৮৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় গত ১৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন বলেন, 'তিনি তো একজন বন্দি। নিরাপত্তার স্বার্থেই তার এক হাতে হাতকড়া ছিল।'
Comments