কেরানীগঞ্জে স্বামী-শাশুড়ীর অত্যাচারে গৃহবধূর আত্মহত্যা
স্বামী ও শাশুড়ীর নির্যাতনসহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কেরানীগঞ্জের এক নিহত গৃহবধূর পরিবার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া আক্তার সিফার (২১) পরিবার।
সংবাদ সম্মেলনে সিফার মা দিপা আক্তার জানান, ২০২২ সালে প্রেমের সূত্র ধরে সিফা বিয়ে করেন শাক্তা ইউনিয়নের কুলচর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে জাহিদুল ইসলামকে। বিয়ের পর থেকেই যৌতুক, দামী উপঢৌকন ও টাকা-পয়সার দাবিতে স্বামী জাহিদুল এবং শাশুড়ী জাহানা বেগম তাকে নিয়মিত নির্যাতন করতো।
গত ৩১ অক্টোবর কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী-শাশুড়ী মিলে সিফাকে মারধর করে এবং স্থানীয়দের উপস্থিতিতে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বলে দাবি পরিবারের।
পরে ১৯ নভেম্বর রাত ১০টা ৩ মিনিটে স্বামীর সঙ্গে কথা বলার পর সিফা বাড়ির ডাইনিং রুমে দরজা বন্ধ করে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিফার মা জানান, মেয়ে তার ডাইরিতে নির্যাতনের বর্ণনা এবং স্বামী-শাশুড়ীর কারণে আত্মহত্যার কথা লিখে গেছে। আমরা জাহিদুল ও জাহানা বেগমের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই,-বলেন তিনি।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিকটিম কোনো নোট রেখে থাকলে সেটিও তদন্তে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।
Comments