বাংলাদেশে সকল ধর্মাবলম্বীর সমান অধিকার রয়েছে: আমান উল্লাহ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশে সকল ধর্মাবলম্বীর সমান অধিকার রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই আমরা বাংলাদেশি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরাণীগঞ্জ মডেল থানার কোনাখোলা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মন্দির পাহারায় থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনও দায়িত্ব পালন করবে। ফলে সনাতন ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন-ধর্ম যার যার, রাষ্ট্র সবার।তাই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও দায়িত্বে থাকবেন।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তিনি দাবি করেন, কেরাণীগঞ্জে মানুষ বিএনপিকে ভালোবাসে এবং আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।
এ সময় তিনি কেরাণীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে বলেন, বছিলা থেকে মোহাম্মদপুর পর্যন্ত সড়ক আমি নির্মাণ করেছি। ক্ষমতায় এলে কেরাণীগঞ্জের উন্নয়ন হবে আরও ব্যাপক আকারে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিএনপির পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে কেরাণীগঞ্জকে একটি গ্রীন সিটিতে রূপান্তর করা হবে। এখানে থাকবে না চাঁদাবাজি, মাদক ও ভূমিদখল।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে এবং মডেল থানার সব এলাকায় উন্নত সড়ক নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ মডেল থানা পূজা মণ্ডপ কমিটির সভাপতি নিতেন বর্মণ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Comments