বরিশালে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

বরিশালে নানা আয়োজনে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে মহাঅষ্টমী বিহীত পূজার মধ্য দিয়ে মহাঅষ্টমী পূজা শুরু হয়। এ সময় মণ্ডপগুলোতে চণ্ডিপাঠ, পূজা-অর্চনা এবং অঞ্জলী প্রদান করা হয়। এরপর বেলা সারে ১২ টায় নগরীর সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে।
মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতীমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে কুমারীপূজা অনুষ্ঠিত হয়। মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই কুমারীপূজার শিক্ষা।
কুমারী পূজার আয়োজন করায় খুশী ভক্তরা। কুমারী মায়ের আরাধনার মধ্য দিয়ে প্রত্যাশা পূরণ হবে আশা তাদের। এবার বরিশাল জেলায় ৬৪০ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বরিশাল মহানগরীর ৪৭ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।
Comments