পরিবারের সঙ্গে একই ফ্রেমে শাকিব–অপু

শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিল। ছেলের বিশেষ দিনকে ঘিরে আবারও একসঙ্গে দেখা গেল এই জনপ্রিয় তারকা জুটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকেই একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় শাকিব অপু তাদের ছেলেকে নিয়ে ব্যস্ত। সঙ্গে রয়েছে শাকিবের পরিবারের সদস্যরাও।
জয়ের ফেসবুক পেজে শেয়ার হওয়া কিছু ছবিতে ধরা পড়েছে অপু-শাকিবের পারিবারিক মুহূর্ত। ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে আছে জন্মদিনের নায়ক জয়। সামনে রাখা জন্মদিনের কেক, পাশে মা অপু বিশ্বাস। আনন্দঘন এই আয়োজনে পরিবারের আরও সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, 'ধন্যবাদ বাবা ও মা। ভালোবাসি আমার পরিবারকে।' মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান জয়। জন্মের কয়েক মাস পর ছেলেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন অপু। এরপরই শাকিব-অপুর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই আলাদা হয়ে যান তারা। তাই তাদের একসঙ্গে দেখে ভক্তরাও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাকিব-অপুকে একসঙ্গে দেখে ভক্তরা তাদের ভাললাগার কথা জানিয়েছেন দুই তারকাকে।
Comments