বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪১

বিজয় থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। সম্প্রতি তামিলনাড়ুর করুরে বিজয় থালাপাতির রাজনৈতিক সমাবেশে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। ভয়াবহ পদদলিতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এছারাও শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। অনেকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন।
ইন্ডিয়া টুডে থেকে জানা যায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে আইসিইউতে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ৪১-এ পৌঁছায়। নিহতদের মধ্যে রয়েছেন ১৮ নারী, ১৩ পুরুষ, ৫ মেয়ে শিশু এবং ৫ ছেলে শিশু। এদের মধ্যে ৩৪ জন করুর জেলার বাসিন্দা। এছাড়া ইরোড, তিরুপুর ও দিন্দিগুল জেলার ২ জন করে এবং সেলেম জেলার ১ জনের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় শোকাহত তামিলনাডু সরকার নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে এবং ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করেছে। এদিকে আইনি বিষয় নিয়ে আলোচনা করতে দলের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন টিভিকে প্রধান ও জনপ্রিয় অভিনেতা বিজয়। পুরো ঘটনাই বর্তমানে তামিলনাডু রাজ্যে গভীর শোক ও আলোড়নের সৃষ্টি করেছে।
এনডিটিভি থেকে জানা যায়, বিজয় থালাপতি তার রাজনৈতিক দল টিভিকের এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তায় লিখেছেন। তিনি জানান, প্রিয়জন হারানোর যন্ত্রণা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তবু পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই অর্থ কোনোভাবেই সেই অপূরণীয় ক্ষতির সমান নয়, তবে এটি আমার কর্তব্য। বিজয় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আমাদের দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সৃষ্টিকর্তার কৃপায় আমরা যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারি।
Comments