অগ্নিকাণ্ডে নিহত শিশু শিল্পী ও তার ভাই

রাজস্থানের কোটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিশু শিল্পী বীর শর্মা (১০) এবং তার ভাই শৌর্য শর্মা। ডিএনএ থেকে জানা যায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে কোটার আনন্দপুরা এলাকার দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় তাদের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন মূলত ড্রইং রুমেই সীমাবদ্ধ থাকলেও সেখানে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন।
পরিবারের অন্যান্য সদস্যদের কেউ তখন বাসায় ছিলেন না। তাদের বাবা জিতেন্দ্র শর্মা স্থানীয় এক ভজন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং মা, টেলিভিশন অভিনেত্রী রীতা শর্মা ছিলেন মুম্বাইয়ে। প্রতিবেশীরা প্রথমে ধোঁয়া টের পেয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের আগেই মৃত ঘোষণা করেন।
কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, ড্রইং রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, আসবাবপত্রও ধ্বংস হয়েছে। মুম্বাই থেকে মা রীতা শর্মা ফিরে আসার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, মাত্র ১০ বছর বয়সী বীর শর্মা সনি সাব চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শ্রীমদ রামায়ণ-এ 'পুষ্কল' চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তার অকাল প্রয়াণে টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
Comments