ভারতের আক্রমণে ক্ষতিগ্রস্তদের ফাইনালের ফি দান করবে পাকিস্তান

পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে দাবি করে ভারত হামলা চালায় অপারেশন সিন্দুর নামে, পাকিস্তান পাল্টা হামলার নাম দেয় বুনিয়ানুম মারসুস।
মে'র প্রথম সপ্তাহে শুরু হওয়া যুদ্ধে পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায় মিসাইল আক্রমণ করে ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দিতে দেরি করেনি। যুদ্ধের মাঝপথে বন্ধ হয়ে যায় ভারতের আইপিএল ও পাকিস্তানের পিএসএল। ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার আগে ভারতের ৩০ জনের মতো সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হন, পাকিস্তানের ক্ষেত্রে সংখ্যাটা পঞ্চাশেরও বেশি। দুই দেশের আহতের সংখ্যাও কম নয়।
ওই সময় পাকিস্তান ক্রিকেট দলের মুখোমুখি না হওয়ার ব্যাপারে ভারতে একটা গুঞ্জন জোরালো হয়েছিল। অনেক কিংবদন্তিরা এ ব্যাপারে সরব হলেও সেটা গুঞ্জনেই আবদ্ধ থেকেছে। এই এশিয়া কাপেই দুদল একে অপরের বিপক্ষে মোট তিনবার খেলেছে। সবশেষ গতকালকের দেখায় পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলো। চ্যাম্পিয়ন হওয়ার পর টিম ইন্ডিয়া ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পুরো টুর্নামেন্টে তার ম্যাচ ফির সব অর্থ ভারতের সশস্ত্র বাহিনীকে দান করার ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, 'এই টুর্নামেন্টে আমি যেসব ম্যাচ খেলেছি, সেগুলোর ফি ভারতীয় আর্মিকে দিয়ে দিচ্ছি।'
প্রায় একই রকম পথে হেঁটেছেন পাকিস্তান অধিনায় সালমান আলী আগা। যদিও তিনি অর্থ দান করছেন অপারেশন সিন্দুরে ক্ষতিগ্রস্তদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শেষ পর্যায়ে তিনি বলেন, 'দল হিসেবে আমরা এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি ভারতের হামলায় ক্ষতিগ্রস্তদের দান করছি।'
Comments