নিজের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিবেন সূর্যকুমার

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আবারও শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই মাঠ ছেড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সবকিছুর মাঝে এক মহৎ উদ্যোগের কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ট্রফি না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সূর্যকুমার। তবে এর পাশাপাশি তিনি এবারের এশিয়া কাপের নিজের সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে সূর্যকুমার বলেন,'আমি আমার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিচ্ছি।'
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ভারতীয় দল কেন ট্রফি নিল না, সেই বিতর্ক ছিল সবার মুখে মুখে। ম্যাচ শেষে প্রায় এক ঘণ্টা ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে হয়। লম্বা অপেক্ষা শেষে অনুষ্ঠান শুরু হলেও, সেখানে এসিসি এবং পিসিবির সভাপতি মহসিন নাকভি উপস্থিত থাকায় ভারত ট্রফি বর্জন করে বলে জানা গেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত পুরস্কারের বেশিরভাগই পেয়েছেন ভারতীয়রা, যা তারা নিজেরাই সংগ্রহ করেছেন। এরপর রানার্স-আপ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা মেডেল সংগ্রহ করেন বুলবুলের হাত থেকে। তবে চ্যাম্পিয়ন দলকে মেডেল এবং ট্রফি দেওয়ার সময় নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই মঞ্চে উঠে উল্লাস করেন ভারতীয় ক্রিকেটাররা।
Comments