উল্লাপাড়ায় বিএনপির এমপি প্রার্থীতা ঘোষণা করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা রনি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থীতা ঘোষণা করলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি।
শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা শেষে নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, বিগত তিনটি নির্বাচন হয়েছে ভোটার বিহীন। আমাদের ঘাড়ের উপর ফ্যাসিষ্ট হাসিনা চেপে বসেছিল। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহীন মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম-আহ্বায়ক কবিরুজ্জামান পান্না, ওলামা দলের আহ্বায়ক আব্দুল হান্নান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম খোকন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবির হাসান সহ আরো অনেকে।
Comments