স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২ নং জানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ সমাদ্দারের বিরুদ্ধে বিদ্যালয় চলাকালীন সময় ছাত্রদের দিয়ে নিজ বাগানের সুপারি পাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক গোষ্ঠি ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে যানা যায়, শিক্ষক আশুতোষ সমাদ্দার ২০১৮ সালে ওই স্কুলে যোগদানের থেকেই তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে ব্যাক্তিগত কাজ করিয়ে যাচ্ছেন। গত ২১ সেপ্টেম্বর সকালে স্কুলে শিক্ষার্থীদের প্রইভেট পড়িয়ে ক্লাস না করিয়ে থেকে ৩ জন ছাত্রকে তার নিজ বাড়িতে সুপারি পারার জন্য নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও স্থানীয় বাসিন্দা আশিষ কুমার কুলু জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ সমাদ্দার নিজের খেয়াল খুশি মতো কাজ করেন। প্রায় সময়ই নানান অযুহাতে স্কুলে অনুপস্থিত থাকেন। স্কুলের পাশে স্থানীয়দের ফল, সবজি ছাত্রদের দিয়ে চুরি করিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। তার উর্দ্ধতণ কর্মকর্তাকে ম্যানেজ করে স্কুল উন্নয়নের শ্লিপের টাকা একাই আত্মসাৎ করে আসছেন।
আশিষ কুমার কুলু চ্যালেঞ্জ ছুড়ে বলেন, উন্নয়নের এক টাকারও দৃশ্যমান কোন কাজ তিনি দেখাতে পারবেন না এ শিক্ষক। এলাকাবাসীর দাবী এই শিক্ষকের অনতিবিলম্বে শাস্তি ও বদলি করা হোক এবং ভালো একজন প্রধান শিক্ষক দিয়ে সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ঋত্বিক শীল ও নীলাময় জানায়, হেড স্যারে (আশুতোষ সমাদ্দার) আমাদের প্রাইভেট পড়িয়েই তার বাড়িতে সুপারি পাড়াতে নেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ সমাদ্দার অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর হেলাল বলেন, এ ধরনের ঘটনা হলে সেটা খুব আপত্তিকর। আমি তদন্ত সাপেক্ষে বিধি মেতাবেক ব্যবস্থা গ্রহন করবো।
Comments