ব্যালন ডি’অরে কত ভোট পেলেন দেম্বেলে-ইয়ামাল?

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অর জিতলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। এবারের আসরে তার তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার উঠতি তারকা লামিনে ইয়ামাল, তবে ভোটের ফলাফলে ইয়ামালকে ইতিহাসের অন্যতম বৃহৎ ব্যবধানে পরাজিত করে পুরস্কারটি নিজের করে নিয়েছেন পিএসজির এই উইঙ্গার।
ফ্রান্স ফুটবল কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, দেম্বেলে পেয়েছেন ১,৩৮০ পয়েন্ট যা ইয়ামালের প্রাপ্ত ১,০৫৯ পয়েন্টের চেয়ে ৩২১ পয়েন্ট বেশি। ব্যালন ডি'অর নির্বাচনের ইতিহাসে এমন বিশাল ব্যবধানে জয় বিরল। ১০০ জন বিচারকের মধ্যে ৭৩ জনই দেম্বেলেকে বিজয়ী হিসেবে বেছে নেন, যেখানে ইয়ামাল সমর্থন পেয়েছেন মাত্র ১১ জনের।
গতবারের বিজয়ী রদ্রি ১,১৭০ ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে থাকা ভিনিসিয়াস জুনিয়র পেয়েছিলেন ১,১২৯ ভোট। সেই তুলনায় দেম্বেলের এবারের ভোটপ্রাপ্তি তাকে আরও বড় পরিসরে জয়ের স্বাদ এনে দিয়েছে। শীর্ষ ৩০ জন খেলোয়াড়ের তালিকায় পিএসজি'র আধিপত্য ছিল সুস্পষ্ট, যেখানে প্রথম দশেই ফরাসি ক্লাবটির চারজন খেলোয়াড় জায়গা করে নেন।
ব্যালন ডি'অর ২০২৫- শীর্ষ ১০:
১. উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি) - ১,৩৮০ পয়েন্ট
২. লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)- ১,০৫৯ পয়েন্ট
৩. ভিতিনহা (পর্তুগাল, পিএসজি) - ৭০৩ পয়েন্ট
৪. মোহাম্মদ সালাহ (মিসর, লিভারপুল)- ৬৫৭ পয়েন্ট
৫. রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা)- ৬২০ পয়েন্ট
৬. আশরাফ হাকিমি (মরক্কো, পিএসজি)- ৪৮৪ পয়েন্ট
৭. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)- ৩৭৮ পয়েন্ট
৮. কোল পালমার (ইংল্যান্ড, চেলসি)- ২১১ পয়েন্ট
৯. জিয়ানলুইজি দোনারুম্মা (ইতালি, পিএসজি)- ১৭২ পয়েন্ট
১০. নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি)- ১৭১ পয়েন্ট
Comments