ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষিজমি থেকে কঙ্কাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি জমি থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে নাসিরনগর সদর ইউনিয়নের দাতঁমন্ডল গ্রামের পাশে জমি থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, উদ্ধার হওয়া কঙ্কালটি দাতঁমন্ডল গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে মিন্নত আলী (৫৪)। গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও কোথাও সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে গেলে ধান জমিতে মানবদেহের অংশবিশেষ কষ্কাল দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে তারা নিচে পড়ে থাকা মরদেহের কষ্কাল দেখতে পেয়ে সাথে থাকা পোশাক দেখে কঙ্কালটি ৫দিন আগে নিখোঁজ মিন্নত আলীর বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোহাম্মদ তানভীর আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে একটি ধানিজমি থেকে মানবকঙ্কালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্ত ও ডি এন এ পরীক্ষার জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল বর্গা পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি।
Comments