মোংলায় সরকারি খাল দখলের অভিযোগে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার সকালে 'কানাইনগর খাল রক্ষা আন্দোলন' ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, 'কানাইনগর কাটাখাল' নামে পরিচিত সরকারি খালটি বহু বছর ধরে এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি খালের বিভিন্ন অংশে বালু ফেলে সেটি ভরাটের অপচেষ্টা চলছে। এতে পানি চলাচলে বিঘ্ন ঘটছে এবং আশপাশের এলাকা জলাবদ্ধতার ঝুঁকিতে পড়ছে। ফলে কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
স্থানীয় বাসিন্দা মো. আসাদুজ্জামান দারু বলেন, "এই খালটি প্রায় ২০০ পরিবারের পানি নিষ্কাশনের একমাত্র ব্যবস্থা। এটি বন্ধ হয়ে গেলে পুরো বছরজুড়ে পানি জমে থাকবে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।"
এলাকাবাসীর অভিযোগ, খাল ভরাটের পেছনে চাঁদপাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম রেজা বাচ্চু ও মাসুদুর রহমান টুটুলের হাত রয়েছে। তারা পরিকল্পিতভাবে খালের বিভিন্ন স্থানে বালু ফেলে দখলের চেষ্টা করছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। সেলিম রেজা বাচ্চু বলেন, "অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। আমি প্রয়োজন হলে সংবাদ সম্মেলন করব।"
মাসুদুর রহমান টুটুলও জানান, তিনি খাল দখলের সঙ্গে কোনোভাবে জড়িত নন।
এ বিষয়ে এলাকাবাসী গণস্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ ৯ সেপ্টেম্বর মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমির কাছে জমা দিয়েছেন।
ইউএনও শারমিন আক্তার সুমি বলেন, "সরকারি খাল কেউ দখল করতে পারবে না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
Comments