বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত ভারতের

উড়ন্ত সূচনা করে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে বাংলাদেশের শুরুটা নড়বড়ে হলেও আশার আলো দেখাচ্ছিলেন সাইফ হাসান। তবে শেষ হাসি হাসা হলো না টাইগারদের।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে ১২৭ রানেই থামতে হলো বাংলাদেশকে, ৪১ রানের জয় তুলে নিলো ভারত। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই চলমান এশিয়া কাপ আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করলো আকাশী সাদা জার্সিধারীরা।
এদিন টসে জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার কাপ্তান জাকের আলি অনিক। শুরুটা দুর্দান্ত করলেও পরে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতিতে ভাটা পড়ে ভারতের। নির্ধারিত ওভার শেষে ১৬৮ রানেই থামে ভারত, দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান আসে তরুণ ওপেনার অভিষেক শর্মার ব্যাট থেকে।
জবাবে ব্যাট হাতে ভারতীয় বোলারদের তোপের মুখে শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে টাইগার ব্যাটাররা সাজঘরে ফিরতে থাকলেও উইকেটের আরেক পাশ শক্ত হাতে খেলতে থাকেন সাইফ। চারবার ক্যাচ হওয়া থেকে বেঁচে যেয়ে সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত দলকে জয়ের দুয়ারে পৌঁছাতে ব্যর্থ হন তিনি।
১৯.৩ ওভারে ১২৭ রানেই থামে টাইগারদের যাত্রা। এতে চলতি আসরে অপরাজিত রইলো সূর্যকুমার যাদবের দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি এশিয়া কাপ আসরে এটিকেই বলা যেতে পারে অলিখিত সেমিফাইনাল। কারণ এই ম্যাচে যারাই জয় তুলে নিবে তারা ভারতের সঙ্গে ফাইনালের টিকিট কাটবে।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ১৬৮/৬ (২০ ওভার)
বাংলাদেশঃ ১২৭ (১৯.৩ ওভার)
Comments