অন্যপ্রকাশ ‘লাখ পেরিয়ে উদ্যাপন’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান

দেশের অন্যতম প্রধান প্রকাশনা প্রতিষ্ঠান 'অন্যপ্রকাশ'। এই প্রতিষ্ঠানের একটি সামাজিক উদ্যোগ হলো, অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপ। এটি লেখক-পাঠকদের একটি প্ল্যাটফর্ম। সাহিত্য-সংশ্লিষ্ট এমন প্ল্যাটফর্ম দেশে খুব বেশি নেই। আর সুখবর হলো, দিন দিন অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের জনপ্রিয়তা বাড়ছে; বাড়ছে সদস্যসংখ্যা। সম্প্রতি এটির সদস্যসংখ্যা লাখ পেরিয়েছে। এই উপলক্ষে অন্যপ্রকাশ কর্তৃপক্ষ চারটি প্রতিযোগিতার আয়োজন করে। এগুলো হলো, পাঁচ পর্বের কুইজ প্রতিযোগিতা, গল্পলেখা প্রতিযোগিতা, বুক রিভিউ প্রতিযোগিতা এবং বইছবি প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় সারাদেশ থেকে অসংখ্য পাঠক অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫০জন পাঠক বিজয়ী হয়। কুইজ প্রতিযোগিতায় ২৫ জন, গল্পলেখা প্রতিযোগিতায় ১০জন, বুক রিভিউ প্রতিযোগিতা ৫ জন এবং বইছবি প্রতিযোগিতায় ১০ জন। বিজয়ীদের পুরস্কার হিসেবে লক্ষাধিক টাকার বই দেয়া হয়। এর সঙ্গে ছিল সার্টিফিকেট। উল্লেখ্য, গল্পলেখা প্রতিযোগিতার একটি শর্ত ছিল, অংশগ্রহণকারীদের কারও প্রকাশিত বই থাকবে না। তাই গল্পগ্রন্থ নেই এমন দশ গল্পকারের সেরা গল্প নিয়ে আগামী 'অমর একুশে গ্রন্থমেলা ২০২৬'-এ একটি গ্রন্থ প্রকাশ হবে এবং সেটির প্রকাশনা হবে অন্যপ্রকাশ প্যাভিলিয়নে। এছাড়া প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীর গল্প পাক্ষিক 'অন্যদিন'-এ প্রকাশ হবে। অন্যদিকে ১০টি সেরা গল্প প্রকাশিত হবে অন্যদিন অনলাইনে।

২৩ সেপ্টেম্বর, বিকেল সাড়ে তিনটায়, অন্যপ্রকাশ-এর প্রধান কার্যালয়ে 'অন্যপ্রকাশ লাখ পেরিয়ে উদ্যাপন' প্রতিযোগিতায় বিজয়ীদের একাংশের মাঝে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। এসময় অন্যপ্রকাশের অন্যতম পরিচালক সিরাজুল কবির চৌধুরী এবং আবদুল্লাহ্ নাসেরও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের পাঁচ সদস্য এশরার লতিফ, ক্যাপ্টেন মনোয়ার হোসেন, অনামিকা নেওয়াজ, রুহুল আমিন ও নাহিদ পারভেজ।
এদেশের সাহিত্য জগতের জন্য হয়তো অন্যপ্রকাশের এই উদ্যোগ, ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা লাখ পেরিয়ে যাওয়ায় চারটি প্রতিযোগিতার আয়োজন, একটি সাধারণ ঘটনা। কিন্তু সামগ্রিকভাবে বিবেচনা করলে এটি বিশেষ গুরুত্বের দাবিদার। কেননা এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে তরুণ পাঠকদের সংখ্যা বাড়বে; বাড়বে তরুণ লেখকদের সংখ্যাও। সামগ্রিকভাবে সমৃদ্ধ হবে বইবান্ধব পরিবেশ। পুকুরে একটি ঢিল ছোড়ার ফলে সমগ্র পুকুরে যেমন তরঙ্গের সৃষ্টি হয়, তেমনি অন্যপ্রকাশের এই উদ্যোগ এদেশের সাহিত্য জগতে ব্যাপক প্রভাব সৃষ্টি করবে বলে আমাদের প্রত্যাশা।
Comments