৯৯ চার ও ১২ ছক্কায় ৭৮১ রানের রেকর্ডময় ম্যাচ!

এক রেকর্ডময় রাত কেটেছে ক্রিকেট বিশ্বের। শনিবার (২০ সেপ্টেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের তৃতীয় ওয়ানডে ম্যাচে সমগ্র ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। এই ম্যাচটি কেবল জয়-পরাজয়ের লড়াই নয়, বরং এখানে দু'দলই মেতে উঠেছিল ব্যাটিং উৎসব, যেখানে অসহায় ছিলেন বোলাররা। এদিন নারী ক্রিকেটের ইতিহাসে বহু রেকর্ড ভেঙেছে।
এদিন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভার খেলে ৪১২ রান সংগ্রহ করে। এই ইনিংসটি অস্ট্রেলিয়ার নারী ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস হিসেবে ধরা হবে। ভারতের লক্ষ্য ছিল ৪১৩, যা সম্ভবত অনেকের জন্য অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু ভারতও পিছিয়ে থাকেনি। তারা তাড়া শুরু করে সাহসিকতার সঙ্গে, শেষ পর্যন্ত ৪৭ ওভারে অলআউট হয়ে ৩৬৯ রান সংগ্রহ করে। দু'দল মিলে ম্যাচে মোট রান হয়েছে ৭৮১, যা নারী ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২০১৭ সালে ব্রিস্টলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৬৭৮ রান।
এই ম্যাচে নারী ওয়ানডেতে প্রথমবার ভারতের ব্যাটাররা চার শতকের রানের বন্দুক উঁচু করে ধরেছে। আগের সর্বোচ্চ ৩৭১ রান ছিল, যা ২০২৪ সালের ডিসেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়েছিল। ভারতের ব্যাটারদের এই লড়াকু প্রচেষ্টা তাদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া হিসেবে ধরা হবে।
ম্যাচের একেবারেই প্রধান নায়ক ছিলেন স্মৃতি মান্ধানা। মাত্র ৫০ বলে তিনি সেঞ্চুরি করেন। এটি ভারতের ব্যাটিং ইতিহাসে (ছেলে-মেয়ে মিলিয়ে) সবচেয়ে দ্রুততম শতক। তার ইনিংস ছিল ৬৩ বলে ১২৫ রান, স্ট্রাইক রেট ১৯৮.৪১, যা নারী ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম। এছাড়া এটি তার ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে সেঞ্চুরি এবং ওপেনার হিসেবে সর্বাধিক।
ম্যাচে বাউন্ডারিরও এক রেকর্ড ভাঙা দৃশ্য দেখানো হলো। দুই দল মিলিয়ে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা মেরেছে, মোট ১১১ বাউন্ডারি, যা নারী ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২০১৭ সালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৯১টি বাউন্ডারি।
অস্ট্রেলিয়ার ইনিংস শুরুতে ভিন্ন মনে হলেও এক পর্যায়ে মনে হচ্ছিল তারা ৪৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলবে। তবে ৪১২ রান করেই তারা থেমে যায়। ভারতের ব্যাটাররা প্রতিপক্ষের এই বড় স্কোরের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, এবং তাদের সংগ্রহ ৩৬৯ রান পরবর্তী ইনিংসে সবচেয়ে বেশি রান তোলা হিসেবে নতুন ইতিহাস গড়েছে।
পাওয়ার প্লেতে ভারতের পারফরম্যান্সও চোখে পড়ার মতো। প্রথম ১০ ওভারে তারা ৯৬ রান সংগ্রহ করে, যা নারী ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। এছাড়া আরুন্ধাতি রেড্ডির বোলিংও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে; তিনি ৮.৫ ওভারে ৮৬ রান খরচ করে দলের জন্য বড় সহায়তা করেছেন।
ম্যাচ শেষে স্কোরবোর্ড দেখিয়ে দিল যে, নারী ক্রিকেট কেবল ইতিবাচক পরিবর্তনই করছে না, বরং ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও স্থায়ী ছাপ ফেলছে। ভারত বনাম অস্ট্রেলিয়ার এই তৃতীয় ওয়ানডে ছিল এক রেকর্ডের মহারণ, যেখানে নারী ক্রিকেটের সম্ভাবনা ও পারফরম্যান্সের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
Comments