‘খেলতে নামলে হ্যান্ডশেকও করতে হবে, নয়তো না খেলাই ভালো’

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে মাঠের লড়াই শুরুর আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে অভিযোগ ওঠে, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে গেছেন। বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে জানালে আলোচনার ঝড় বয়ে যায়।
এ নিয়েই এনডিটিভির এক বিশেষ অনুষ্ঠানে মুখ খোলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও সাবেক ক্রিকেটার নিখিল চোপড়া।
আজহারউদ্দিন বিষয়টিকে গুরুত্বহীন দাবি করে বলেন, হাত মেলানো খেলারই অংশ। এতে কোনো ভুল নেই। যদি খেলার সিদ্ধান্ত নেন, তবে নিয়ম মেনেই খেলতে হবে। প্রতিবাদ করার জন্য খেলার মানে নেই।
অন্যদিকে নিখিল চোপড়া ভিন্ন মত প্রকাশ করে জানান, মাঠে বাকবিতণ্ডা বা বিরূপ মন্তব্যের কারণেই ভারতীয়রা হাত মেলাতে চাননি। তার ভাষায়, হয়তো পাকিস্তানি খেলোয়াড়রা কিছু খারাপ মন্তব্য করেছিলেন। এরপর গৌতম গম্ভীর বা সূর্যকুমার যাদবের মতো সিনিয়ররা দলীয়ভাবে সিদ্ধান্ত নেন, হাত মেলানো হবে না।
তিনি আরও সতর্ক করেন, এ ধরনের আচরণ খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেলতে পারে এবং শাস্তির ঝুঁকিও তৈরি করে। তবে হালকা মেজাজে তিনি যোগ করেন, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কিছু নাটক থাকে। তাই বলব 'পিকচার আভি বাকি হ্যায়।'
আজহারউদ্দিন অবশ্য মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা এবং বর্তমান সময়কে অতীতের সঙ্গে মেলানো যায় না।
গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। এবার সুপার ফোরের এই মহারণ ঘিরে মাঠের বাইরের উত্তাপও চরমে পৌঁছেছে।
Comments