ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান

এশিয়া কাপে আবারও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট দল। সুপার ফোরে আজ ভারতের বিপক্ষে নামার আগে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নির্ধারিত সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, পাকিস্তান দল পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না।
এর আগে ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগেও সংবাদ সম্মেলন করেনি পাকিস্তান। তখন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবিতে আইসিসির সঙ্গে তীব্র টানাপোড়েন চলছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তবে শেষ পর্যন্ত আইসিসি পাইক্রফটকে সরায়নি। আরব আমিরাত ম্যাচে তিনি দায়িত্ব পালন করেন, আজ ভারতের বিরুদ্ধেও তিনিই ম্যাচ রেফারি থাকছেন।
টসকেন্দ্রিক বিতর্ক থেকে শুরু হয় পুরো বিষয়টির সূত্রপাত। ভারতের বিপক্ষে এক ম্যাচে পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে পাইক্রফট বলেছিলেন প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলানো হবে না। এ ঘটনাকে শিষ্টাচার ভঙ্গ হিসেবে ধরে পিসিবি তার অবিলম্বে অপসারণ দাবি করে। পরে আইসিসির উদ্যোগে পাইক্রফট ও পাকিস্তান দলের সঙ্গে বৈঠক হয়, যেখানে তিনি দুঃখ প্রকাশ করেন।
তবে সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে নতুন বিতর্কে জড়ায় পিসিবি। আইসিসি অভিযোগ তোলে, ম্যাচ অফিসিয়ালস এলাকা থেকে ভিডিও প্রকাশ করে পিএমওএ প্রটোকল ভঙ্গ করেছে পাকিস্তান। যদিও পিসিবি তা নাকচ করেছে।
এদিকে ভারতও এবার সংবাদ সম্মেলন করছে না। একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হওয়ায় সাধারণত দলগুলো সংবাদ সম্মেলন এড়িয়ে চলে। শুক্রবার ওমানের বিপক্ষে ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতীয় দলের পক্ষ থেকে পাকিস্তান প্রসঙ্গ উঠে এসেছিল।
Comments