চাঁদপুরের হাইমচরে নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কার

চাঁদপুরের হাইমচরে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট ও অন্যান্য উপকরণ ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের সামনে থেকে জনতা বাজার পর্যন্ত ১.৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কারের জন্য ৭০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান জসিম এন্ড ব্রাদার্স কাজটি করছে না, বরং নান্টু ব্যাপারী নামে এক ব্যক্তি তার নিজস্ব নিম্নমানের ইটের ভাটা থেকে পুরোনো এবং মাটিযুক্ত ইট এনে কাজ করাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিযোগ, সড়ক সংস্কারের শুরু থেকেই ঠিকাদার প্রতিষ্ঠানটি অত্যন্ত নিম্নমানের উপকরণ ব্যবহার করছে। যে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, তাতে মাটির পরিমাণ অনেক বেশি।
শিক্ষার্থী লিমন, সোহান, মিতু সহ আরো অনেকে বলেন, আমাদের প্রতিষ্ঠানের সামনের এই গুরুত্বপূর্ণ সড়কে "পঁচা ইট" ব্যবহার করা হচ্ছে। আমরা দ্রুত এসব নিম্নমানের ইট সরিয়ে ভালো মানের ইট দিয়ে কাজ সম্পন্ন করার দাবি করছি। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পল্লী বিদ্যুৎ অফিস, প্রাণী সম্পদ হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন, সরকারি কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে। ফলে নিম্নমানের কাজের কারণে রাস্তাটি দ্রুতই আবার খারাপ হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি।
হাইমচর উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল হাসান বলেন, কাজটি জসিম এন্ড ব্রাদার্স নামে লাইসেন্সধারী ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করছে না, বরং নান্টু ব্যাপারী নামের অন্য ব্যক্তি কাজটি করছেন। আমি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে নিম্নমানের খোয়া ব্যবহারের সত্যতা পেয়েছি। নিয়মবহির্ভূত এই কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি এবং মোবাইল ফোনের মাধ্যমে নিম্নমানের ইট সরিয়ে ভালো মানের ইটের খোয়া ব্যবহারের নির্দেশ দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি এবং দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সড়ক সংস্কারে অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন তেমন কোনো উত্তর না দিয়ে, অর্থের বিনিময়ে সংবাদ প্রকাশ না করার চেষ্টা করেন।
Comments