ব্রেস্ট ক্যানসার যোদ্ধাদের জন্য তিশক্যান আয়োজন করলো পিংক কার্নিভ্যাল

ব্রেস্ট ক্যানসার যোদ্ধাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ঢাকায় আয়োজিত হয়েছে তিশক্যান এর 'পিংক কার্নিভ্যাল', যা তাদের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৯ ও ২০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গুলশানের পিংক টেরেসে এই মেলার আয়োজন করে তিশক্যান।
কাজী ফার্মস্ কিচেন এর সহযোগিতায় উদ্যোগটি ছিল ভালোবাসা, সংহতি আর সচেতনতার এক অনন্য গল্প।
মেলায় আগত দর্শনার্থীদের জন্য ছিল দারুণ সব চমক। ব্যক্তি, উদ্যোক্তা, ছোট ব্যবস্যায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্র্যান্ড-এর অনুদানে মেলায় বিভিন্ন ধরনের নতুন পণ্য প্রদর্শিত হয়। পিংক থিমে সাজানো স্টলগুলোতে ছিল নানা রকমের হস্তশিল্প, কাপড়, একসেসোরিজ ও পিঙ্ক খাবার।
তিশক্যান-এর প্রতিষ্ঠাতা নুজহাত তারান্নুম বলেন, "এই আয়োজনের পাশে থাকা সকল সহযোগী, পৃষ্ঠপোষক এবং সমাজের সকল স্তরের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ। 'পিংক কার্নিভ্যাল' এর উদ্দেশ্য কেবল ফান্ড রেজিং নয় বরং এটি ব্রেস্ট ক্যানসারের সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসার যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশের একটি দৃঢ় প্রচেষ্টা।" পিংক কার্নিভ্যাল থেকে সংগৃহীত পুরো তহবিল সরাসরি ব্রেস্ট ক্যানসার রোগীদের চিকিৎসা, সুস্থ জীবন যাপন এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যয় করা হবে। ক্যানসার মোকাবিলায় এই লড়াইয়ে সবাইকে পাশে নিয়ে এগিয়ে যেতে চায় তিশক্যান।
Comments