গাজায় রুয়ান্ডার ছায়া, কী হতে চলেছে

তার স্মৃতির অ্যালবামে এখনো জমাট বাঁধা আছে রুয়ান্ডার কসাইখানার ছবি। ছুরি হাতে এক প্রতিবেশী কচু কাটা করছেন আরেক প্রতিবেশীকে। দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারপতি ও জাতিসংঘ স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন-সিওআইএর প্রধান নাভি পিল্লাই তার প্রতিবেদনে গাজার ঘটনাকে গণহত্যা বলে মন্তব্য করেছেন।
প্রতিবেদনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টকে গণহত্যায় উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
গাজার পরিস্থিতিকে রুয়ান্ডার সঙ্গে তুলনা করে তিনি বলেন, একই ধরনের পদ্ধতি এখানে ব্যবহার করা হচ্ছে। রুয়ান্ডায় যেমন তুতসিদের 'তেলাপোকা' বলে গালি দেওয়া হতো, তেমনি ফিলিস্তিনের জনগণকে ইসরায়েলি রাজনৈতিক নেতারা 'পশু' বলে গালি দিচ্ছে। তার মতে, এই ধরনের ভাষা মানুষকে অমানবিক করে তোলে এবং হত্যার বৈধতা দিয়ে দেয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি ইতোমধ্যেই নেতানিয়াহু ও গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে পিল্লাই মনে করেন, বাস্তবে তাদের বিচারের আওতায় আনা মোটেই সহজ নয়, কারণ আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই।
পিল্লাই আরও বলেন, সিওআই-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ে তাকে নানা চাপ, সমালোচনা ও পক্ষপাতের অভিযোগ মোকাবিলা করতে হয়েছে। তবে সবচেয়ে কষ্টকর ছিল গাজার নৃশংস ঘটনার ভিডিও প্রমাণগুলো দেখা। যেখানে শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, ডাক্তারদের নগ্ন করে নির্যাতন করা হয়েছে আর নারীদের ওপর চালানো হয়েছে যৌন নির্যাতন।
Comments