কুখ্যাত সন্ত্রাসী ‘কালা জরিপ’-এর বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ঢাকার কেরানীগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু কালা জরিপের নানা অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শুভাঢ্যা ইউনিয়নের মেম্বার ওয়াহিদুজ্জামান ইকুরিয়ায় তার নিজ অফিসে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ওয়াহিদুজ্জামান বলেন, কালা জরিপ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ ইকুরিয়া এলাকার বাসিন্দা। তার বাবা একজন ভ্যানচালক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, মানব পাচার ও ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার নামে-বেনামে বিপুল সম্পদেরও মালিক হয়েছেন তিনি।
২০০২ সাল থেকে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ওয়াহিদুজ্জামান অভিযোগ করে বলেন, দায়িত্ব পালনের সময় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় বাধা দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে কালা জরিপ বারবার তার জমি দখলের চেষ্টা করেছে, চাঁদা দাবি করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে।
ওয়াহিদুজ্জামান আরও জানান, সর্বশেষ তার মেয়ের নামে কেনা ১৯ শতাংশ জমি দখলের চেষ্টা করে কালা জরিপের বাহিনী। এ সময় বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি কেরানীগঞ্জ দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
তিনি অভিযোগ করেন, কালা জরিপের বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। বর্তমানে তার বাহিনী দেড় শতাধিক কিশোরগ্যাং সদস্য নিয়ে সক্রিয়ভাবে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ওয়াহিদুজ্জামান সরকারের প্রতি দাবি জানান, কুখ্যাত কালা জরিপ ও তার বাহিনীকে আইনের আওতায় এনে ইকুরিয়ার মানুষকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করা হোক।
Comments