শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে,বাংলাদেশ তাকিয়ে আছে ভাগ্যের দিকে

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে,বাংলাদেশ তাকিয়ে আছে ভাগ্যের দিকে
এশিয়া কাপের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ হংকংকে হারিয়ে । পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছে, তবে আফগানিস্তানের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। কিন্তু আফগানদের বিপক্ষে জিতেও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের, ভাগ্য ঝুলে আছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।
গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই লঙ্কানদেরই সমর্থন করার কথা টাইগারদের। তবে দুই দলের কাউকেউ সমর্থন দিচ্ছে না বাংলাদেশ। টাইগাররা চেয়ে আছে ভাগ্যের ওপর।
আফগানিস্তানের বিপক্ষে ৮ ম্যাচের জয় পেয়েছে লিটনরা, তবে সে ম্যাচে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন নাসুম আহমেদ। আগের দুই ম্যাচে ছিলেন বেঞ্চে, তবে আফগানদের বিপক্ষে সুযোগ পেয়েই ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।
ইনিংসের প্রথম বলেই সেদিকুল্লাহ আতালকে আউট করে দেন নাসুম। আর তাতেই মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ। এমন পারফরম্যান্স করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন বাঁহাতি এই স্পিনার।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসুম জানান, তিনি সবসময় তৈরি থাকেন ম্যাচের জন্য। আগের দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি, তবে সে নিয়ে কোনো ভাবনা নেই তার।
নাসুম বলেন, 'দেখেন, ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ; এটা না। আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন... এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক, ট্যাকটক্সিও হতে পারে বিপক্ষ দল নিয়ে। তো ওইটার কারণে।'
এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকং চায়না ও আফগানিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। তবে তা এখন নির্ভর করছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। শ্রীলঙ্কা জিতলে সরাসরি পরের রাউন্ডে জায়গা পাবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতলে অনেক যদি কিন্তুর দিকে তাকিয়ে থাকবে হবে টাইগারদের। তবে নাসুম জানিয়েছেন তারা কোনো দলকে সমর্থন দিচ্ছেন না। ভাগ্যে যা আছে তাই মাথা পেতে নেবেন।
Comments