সিলেটের দুই নদীতে পানি বিপদসীমার ওপরে, বাড়ছে বন্যার আশঙ্কা

সিলেটের দুইটি নদীর তিনটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপরে, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপরে, কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে।
অন্যান্য বড় নদীগুলোর পরিস্থিতি: ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি আগামী ৫ দিন পর্যন্ত বাড়তে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে ধারণা করা হচ্ছে। গঙ্গা নদীর পানি আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে এবং এরপর ২ দিন কমতে পারে। পদ্মা নদীর পানি আগামী ৫ দিন বাড়তে পারে, কিন্তু সেটিও বিপদসীমার নিচেই থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানেও ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং সিকিম—এই প্রদেশগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব বাংলাদেশে নদনদীর পানি বৃদ্ধিতে পড়ছে।
আগামী ২৪ ঘণ্টায় (১৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ভারতের উজান অঞ্চলের মেঘালয়, আসাম, সিকিম, বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস বিশ্লেষণে দেখা যাচ্ছে, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত ও উজানের পানি বাড়তে থাকায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সংশ্লিষ্ট প্রশাসন এবং বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
Comments