'পরিস্থিতি মানুষকে বড় করে তোলে'

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হন। পরে ভাটারা থানার জুলাইয়ে ঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। ওই সময় তাকে গ্রেপ্তার করা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকা।
এ অভিনেত্রীকে গ্রেপ্তারের দু'দিন পর (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন দেন। এরপর প্রায় চার মাস কেটেছে। হত্যা মামলায় গ্রেপ্তার নিয়ে সেভাবে কখনো কথা বলতে দেখা যায়নি তাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা নুসরাত ফারিয়া।
সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রচারিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে তিনি বলেন, এ রকম কিছু হবে তা আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে কোথাও ভালো কিছু খেতে যাওয়া―এসব ছোট ছোট জিনিস নিয়ে যে খুশি, তার জীবনে এত জটিলতা! কী করব না করব, এসব নিয়ে যখন চিন্তা করতে হয় তখন হতাশ হই।
এ সময় অভিনেত্রী যোগ করেন, আমি মনে করি এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে তোলে। আমার কাছে মনে হয়, পুরো ঘটনাতে অবশ্যই মানসিকভাবে বড় হয়েছি আমি। ওইটার (গ্রেপ্তারকাণ্ড) পর এটা আমার প্রথম সাক্ষাৎকার। কোথাও কোনো কথা বলিনি। এমন না যে, আমি কথা বলতে চাইনি। এখনো কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি।
নুসরাত ফারিয়া বলেন, আমি মনে করি, আমার সঙ্গে যেটি হয়েছে, তা অন্য কারও সঙ্গেই হতে পারতো। অনেকের সঙ্গেই হয়তো তা হচ্ছে, হবে। এ ব্যাপারে আমি জানি না। তবে ভাগ্যবান আমি। আমার কাজের মাধ্যমে সারা দেশের মানুষের ভালোবাসা পেয়েছি আমি। যাদের দোয়া ও ভালোবাসার জন্য আজ আপনার সামনে দাড়িয়ে আছি। আমার পরিবার, মা-বাবা, ভাই-বোন, তাদের সবার দোয়া ও ভালোবাসার জন্য কঠিন সময় পার করতে পেরেছি।
হত্যা মামলায় গ্রেপ্তারের দু'দিন পর জামিন পেয়ে কিছুদিনের মধ্যেই আবার নিজের চেনা পরিবেশে ফেরেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার ভাষ্যমতে―তার (গ্রেপ্তার) ঠিক ১০-১৫ দিন পর থেকে কাজ করা শুরু করেছেন তিনি। কিন্তু পুরো ঘটনাটা তাকে একটি বিষয় শিখিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়। জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তায় ভরা। যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। এ জন্য নিজেকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। তবে আপনি সৎ থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তিই আটকে রাখতে পারবে না আপনাকে। আপনাকে বিপদের সম্মুখীন করবে কিন্তু সেই বিপদ থেকে সৃষ্টিকর্তা নিজেই রক্ষা করবেন। এটি তার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা।
এ নায়িকা সবশেষ দর্শক, সাংবাদিক ও শোবিজ ইন্ডাস্ট্রির সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নুসরাত ফারিয়া বলেন, আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ। কেননা, তারা যেভাবে এক হয়ে আমার জন্য কথা বলেছেন। আমার মিডিয়ার সহকর্মীরা, সাংবাদিক ভাই-বোনরা, জন্মের পর থেকে এ পর্যন্ত যাদের চিনি, প্রতিটি মানুষ আমার জন্য কথা বলেছেন, তারা কেঁদেছেন। একজন শিল্পী নুসরাত ফারিয়া হিসেবে আমার কাছে মনে হয় না এর থেকে বড় কোনো অর্জন পাওয়ার আছে।
Comments