লঙ্কানদের কাছে ধরাশায়ী টাইগাররা

এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচটা হংকংয়ের বিপক্ষে বেশ দাপটের সঙ্গেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল টাইগাররা। তবে আবুধাবিতে জয়ের মুখ দেখেনি লিটন দাসের দল।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হোঁচট খাওয়ালো শ্রীলঙ্কা, ৩২ বল বাকি রেখে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে চারিথ আসালাংকার দল।
এদিন টস জিতে শুরুতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তৌহিদ হৃদয়ও ফেরেন পঞ্চম ওভারেই।
এরপর অধিনায়ক লিটন দাসের ব্যাটে ভর করে রানের পাল্লা ভারি করার চেষ্টা চালিয়ে যেতে থাকে বাংলাদেশ, তাকে সঙ্গ দেন মাহেদি হাসান। তবে অষ্টম ও দশম ওভারে সাজঘরের পথ ধরেন এই জুটিও।
পরে দলের হাল ধরেন জাকের আলি ও শামিম হোসেন। তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ওভার শেষে লড়াকু রান জমা করে বাংলাদেশ।
১৩৯ রান সংগ্রহের জবাবে ব্যাট হাতে নেমে শুরু থেকেই শক্ত অবস্থানে থাকে লঙ্কানরা। টাইগার পেসার কিংবা স্পিনার কেউই এদিন খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেননি। ফলস্বরূপ ১৫তম ওভারে চার উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৩৯/৫ (২০ ওভার); শামিম ৪২*, জাকের ৪১*; হাসারাঙ্গা ২-২৫, থুসারা ১-১৭
শ্রীলঙ্কাঃ ১৪০/৪ (১৪.৪ ওভার); নিসাংকা ৫০, মিশারা ৪৬*; মাহেদি ২-২৯, তানজিম ১-২৩
Comments