শেরপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাহিদ (১০) এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শেরপুরের নকলা পৌরসভার পশ্চিম লাভা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত নাহিদ একই গ্রামের অটোরিকশা চালক নয়ন মিয়ার ছেলে এবং স্থানীয় লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
নাহিদ এর চাচা সাইফুল ইসলাম জানান, ১২ সেপ্টেম্বর দুপুরে জুমা নামাজের পূর্বে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় নাহিদ। পরে তার বন্ধুরা পরিবারের লোকজন কে খবর দেয়। পাশে থাকা হালিম নামে এক ব্যক্তি তাকে পুকুর থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র বড় ছেলে কে হারিয়ে শোকে কাতর হয়ে গেছে মা কামরুন নাহার সহ পরিবারের লোকজন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাবতীয় তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।
Comments