ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক পাচ্ছে না আয়োজকরা

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ঐতিহাসিক এই লড়াইয়ের টিকিট বিক্রিতে আশানুরূপ সাড়া মিলছে না। এখনো অর্ধেকের বেশি টিকিট অবিক্রীত। দর্শক টানতে আয়োজকরা ইতোমধ্যে টিকিটের দামও কমিয়েছে। যদিও অনেক গণমাধ্যমের দাবি, ম্যাচের আগে শেষ পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে যাবে।
সাধারণত ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মানেই সোনার হরিণ। কিন্তু পেহেলগাঁওয়ের সাম্প্রতিক ঘটনার পর ভারতীয় দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকেই।
এদিকে ম্যাচ বয়কটকে ঘিরে অভিনব প্রচারণায় নেমেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। ম্যাচ প্রমোশনের কার্ডে তারা সময় ও ভেন্যুর নাম উল্লেখ করলেও প্রতিপক্ষের ঘর ফাঁকা রেখেছে নেই পাকিস্তানের নাম কিংবা পিসিবির লোগো। যদিও অনেকের মতে, মূলত জনপ্রিয়তা বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে দলটি। প্রমাণও মিলেছে পরিসংখ্যানে: আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ প্রিভিউ কার্ডের ভিউ ছিল মাত্র ৫ হাজার ৫০০, আর ভারত-পাকিস্তান ম্যাচের কার্ডের ভিউ ছাড়িয়েছে ১০ লাখ।
হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে সাবেক ক্রিকেটারদের কথার লড়াইও চলছে। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের মতে, ভারতকে হারানোর মতো দল কেবল ভারতই। তার ভাষায়, রোহিত শর্মা, বিরাট কোহলি না থাকলেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছেন, যারা দারুণ পারফর্ম করছে। অন্য কোনো দলের সেই সক্ষমতা নেই।
অন্যদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, পাকিস্তান শুধু আবেগ দিয়ে খেলে, আর ভারত খেলে পরিস্থিতি বুঝে। এ কারণেই সাম্প্রতিক সময়ে সফলতার পাল্লা ভারতের দিকেই ভারী। পরিসংখ্যানও তা প্রমাণ করে শেষ আটটি টি-টোয়েন্টি ম্যাচে ছয়টিতেই জয় পেয়েছে ভারত।
Comments