পিরোজপুরে নামাজরত অবস্থায় ৬৫ বছর বয়সী মুসল্লির মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল হানিফ মাতুব্বর (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর তার জানাজা নামাজ শেষে দাফন করা হবে। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার খেয়াঘাট জামে মসজিদে মাগরীবের নামাজ পড়ার সময় তিনি মারা যান।
আব্দুল হানিফ মাতুব্বর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের মৃত জয়নুদ্দীন মাতুব্বরের ছেলে। বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।
নিহতের চাচাতো ভাই মো: লিটন মাতুব্বর জানান, আমার চাচাতো ভাই হানিফ মাতুব্বর ইন্দুরকানী বাজারের খেয়াঘাট জামে মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় মারা গিয়েছে। আজ জুমাআর নামাজের পর জানাজা নামাজ সেতারা সৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানিত হবে।
খেয়াঘাট মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, মাগরীবের ফরজ নামাজে দাড়ানোর পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে তুলতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, খবরটি আমি শুনেছি। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
Comments