চাঁদপুরে দূর্গা পূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা নেয়া হচ্ছে: পুলিশ সুপার রকিব

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ জেলায় এবার দূর্গা পূজাকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা নেয়া হচ্ছে। বিশেষ করে যে সব স্থানে প্রতীমা তৈরির কাজ হয় সেগুলোতে এখনি নজরদারি করা শুরু হয়েছে।
৮ সেপ্টেম্বর সোমবার জেলা পুলিশ আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে করণীয় শীর্ষক এক প্রস্তুতি সভায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন।
পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে পূজামণ্ডপের নিরাপত্তা, ইভটিজিং প্রতিরোধ, সিসি ক্যামেরা ব্যবহার, টহল জোরদারকরণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সব রকমের নজরদারি থাকবে। আমরা জেলার সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সবাই নির্বিঘ্নে যাতে এ ধর্মীয় পূজোনুষ্ঠান সম্পন্ন করতে পারে সে বিষয়ে তৎপর থাকবো।
সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সাইদী ও শারমিন রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ'সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
Comments