আন্তর্জাতিক ম্যারাথনে শিব শংকর পাল দৌড়ালেন দেশের পতাকা নিয়ে

বিশ্ববিখ্যাত সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে ৩২তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে দৌড়ালেন জার্মানির মিউনিখে বসবাসরত বাংলাদেশী প্রবাসী দৌড়বিদ শিব শংকর পাল।
৬ সেপ্টেম্বর বিশ্বের ৬৬টিরও বেশি দেশের প্রায় ৩ হাজার ৬শ এর বেশি এ্যাথলেটদের সঙ্গে পৃথিবীর সবচেয়ে অপার সৌন্দর্য্যের মহিমা খ্যাত সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে অনুষ্ঠিত ইয়ুংফ্রাউ দূরপাল্লার এই ম্যারাথনে ৪২.২ কিলোমিটার পাহাড় পর্বত ঘেরা উঁচুনিচু পথে দৌড়ে দারুণ সাফল্যের সঙ্গে ফিনিশিং লাইন শেষও করেছেন শিব শংকর। এটি ছিল তাঁর ব্যক্তিগত ১৩৬তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথন।
সৌন্দর্য্যের আধার নন্দিত দেশ সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার অন্যতম একটি উচ্চতম পর্বত হলো ইয়ুংফ্রাউ যেটির উচ্চতা সমতল থেকে চার হাজার মিটারেরও বেশি। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এমন একটি পর্বতের অংশকে বিশ্বব্যাপী পরিচিতি করতেই ১৯৯৩ সালে প্রথম বার আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক ম্যারাথনের প্রথম আসর।

প্রতিবছরের মত এবছরেও ম্যারাথনটি শহরের লাউটারব্রুনেন থেকে শুরু করে আইগারগ্লেটশার নামক স্থানে এসে শেষ করতে শিব শংকর সময় নিয়েছেন সাড়ে তিনঘন্টারও কম সময়।
যিনি আন্তর্জাতিক নানা ম্যারাথনে শতাধিকবার অংশ নিয়ে গৌরবের সাথে ফিনিশিং লাইন শেষ করেছেন।
এবারো দৌড় শেষ করে শিব শংকর পাল জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার মত অহংকারের আর কিছুই হতে পারে না। তিনি আরো বলেন, সব বাঁধা পেরিয়ে দেশ এগিয়ে যাবে এই বিশ্বাস থেকেই তিনি দেশের পতাকা হাতে দৌড়ান।
ইন্টারলাকেন এর আন্তর্জাতিক ম্যারাথনের এবারের আসরে তাকে সাহস ও অনুপ্রেরণা দিতে এসেছিলেন তাঁর স্ত্রী শিখা ও তার সন্তানেরা।

লক্ষ্য আপাতত একটাই নিজের ব্যক্তিগত ১৫০ তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক অর্জন করা আর তা পূরণে দেশবাসীর শুভকামনা চেয়েছেন শিব শংকর।
Comments