পাকিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ১, শিশু আহত

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ান প্রদেশের বাজৌর জেলার খার তহসিল এলাকার কোহসার ক্রিকেট মাঠে শনিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং এক শিশু আহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত ব্যক্তির নাম ফজলুল্লাহ বলে জানা গেছে। আহত শিশুসহ তাকে বাজৌর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শব্দ দূর-দূরান্ত পর্যন্ত শোনা যায় এবং খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।"হঠাৎ বিস্ফোরণে মাটিও কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে অনেকে মাঠ থেকে ছুটে পালিয়ে যায়," এক পুলিশ মুখপাত্র জানান। "খেলার মাঝেই বিস্ফোরণটি ঘটে।"
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয়কারী দল ও তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বিস্ফোরকটির উৎস ও প্রকৃতি খতিয়ে দেখছে। এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
Comments