ফরিদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে হাজারো মানুষের ঢল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হয়েছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি হয়, যা দেখতে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোরের উপস্থিতিতে বিলের পাড় মুখরিত হয়ে ওঠে।
সোমবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেন ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুজাহিদ বেগ। তার পৃষ্ঠপোষকতায় এই আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।
নৌকা বাইচ দেখতে বিলের বিশাল এলাকাজুড়ে উৎসুক মানুষের ঢল নামে। বাইচের নৌকাগুলো বাদ্যের তালে তালে বৈঠা মেরে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল। প্রতিযোগিতায় বেশ কয়েকটি বাছাড়ী নৌকা অংশ নেয় এবং তাদের গতি আর মাঝি-মাল্লাদের ছন্দোবদ্ধ বৈঠা চালানোর দৃশ্য দর্শকদের মুগ্ধ করে। নৌকার বৈঠার তালে তালে জেগে ওঠে প্রাণের ছন্দ, আর দর্শকদের উল্লাস ও করতালি সেই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে তোলে।
নৌকা বাইচ উপভোগের পাশাপাশি বিলের পাশে বসেছিল গ্রামীণ মেলা। বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। এই মেলায় স্থানীয় কারুশিল্প, খাবার ও খেলনাসহ নানা জিনিসপত্র পাওয়া যায়। দর্শনার্থীরা নৌকা বাইচ দেখার পাশাপাশি মেলা উপভোগ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর ও টেলিভিশন তুলে দেওয়া হয়। এই পুরস্কার বিজয়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। পুরো আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর ছিলেন।
আয়োজকদের মতে, সৌহার্দ্য ও ভালোবাসা ধরে রাখতে গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এ ধরনের আয়োজন বারবার হওয়া প্রয়োজন। তারা মনে করেন, এই প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।
Comments