বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সিও অফিস চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক রওনোকুল ইসলাম টিপু।
আলোচনা সভায় বক্তারা বলেন, "বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।"
অনুষ্ঠানটি ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলীয় স্লোগানে মুখরিত ছিল গোটা শহর।
Comments