যুব সমাজের উদ্যোগে নেছারাবাদে পুল ও রাস্তা সংস্কারের কাজ শুরু

পিরোজপুরের নেছারাবাদের বলদিয়া ইউনিয়নে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এলাকায় অব্যবহৃত পুল ও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় জনগণের নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আয়োজন করা হচ্ছে এই সংস্কার কাজ, যা এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের মলুয়ার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ পুল সংস্কারের কাজ শুরু করা হয়। যেখানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুল নির্মাণের জন্য আগ্রহী মানুষ অংশগ্রহণ করে।
এলাকার যুবকদের আন্তরিক প্রচেষ্টায় শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের ভাঙা পুল এবং জরাজীর্ণ রাস্তার সংস্কার পরিকল্পনা করা হয়েছে। বিশেষত এদিন ১নং ওয়ার্ডের বলদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত একটি ৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের পুলের নতুন ছাউনি দেওয়া হয়েছে।
স্থানীয় যুবকদের মতে, ইউনিয়নের ৯টি পুলের সংস্কার কাজ পর্যায়ক্রমে চলবে, এবং প্রতিটি শুক্রবার জনগণের ছুটির দিনে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম এবং অর্থায়নের মাধ্যমে এলাকার গতিশীলতা বৃদ্ধি পাবে।
স্বরূপকাঠী সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও বলদিয়া ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মো. সাইফুল ইসলাম জানান, "আসন্ন সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এলাকার পুল ও রাস্তা সংস্কারের কাজ করে আমরা জনগণের দুর্ভোগ লাঘব করতে চাই। এলাকার লক্ষণীয় উন্নয়ন হয়নি এবং ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত যিনি ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, তার সমর্থকদের সঙ্গে আমরা একত্রিত হয়ে এই কাজ করছি।"
এলাকার উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা যুব সমাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করেন, এই উদ্যোগের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং নতুন প্রজন্মের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে।
Comments