চুয়াডাঙ্গায় ধানের জমি থেকে অজগর উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জিয়ালার মাঠে আউশ ধানের জমি থেকে আনুমানিক ১২-১৩ কেজি ওজনের একটা অজগর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় স্থানীয় সাপুড়েদের সহায়তায় এই বিশাল অজগরটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের জিয়ালা পাড়ার মৃত আলী আকবারের ছেলে আদম আলী ধান কাটার মেশিন নিয়ে জিয়ালার দপ নামক মাঠে তার জমিতে আউশ ধান কাটতে যায়। এসময় ধান কাটা মেশিনের চালক ধান কাটা অবস্থায় জমির মধ্যে এই বিশাল অজগর সাপটি দেখতে পান। পরবর্তীতে ধান কাটা বন্ধ করে জমির মালিক একই গ্রামের সাদ্দাম হোসেন ও মিলন আলী নামে দুই যুবক সাথে নিয়ে সাপটি ধরার জন্য যান। সাপটি ধরতে গেলে সাদ্দাম হোসেনের হাতে কামড় দেয়। সাদ্দাম হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাপটি নির্বিষ বলে জানায়। সাপটি উদ্ধার করে মাঠ থেকে লোকালয়ে নিয়ে আসলে সাপটি দেখে স্থানীয় মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়।
অজগর উদ্ধারের ঘটনায় দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সাপটি আমাদের হেফাজতে নিয়েছি৷। এই পাহাড়ি সাপটি এই অঞ্চলে কীভাবে আসলো জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটি আমাদের দেশীয় সাপ। সমতল ভূমিসহ সব জায়গায়তেই সচরাচর দেখা যায়।
Comments