চুয়াডাঙ্গার দর্শনায় ৮টি স্বর্ণের বার জব্দ; দু'পাচারকারী আটক

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। সেইসাথে দু'পাচারকারীকে আটক করেছে বিজিবির ৬ ব্যাটালিয়নের সদস্যরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮ টার দিকে দর্শনা থানার পার কৃষ্ণপুর -মদনা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ছয়ঘরিয়া থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান। আটক দুজন একই ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন ও মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ।
বিজিবি ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী জাানান, বিজিবির- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এমন তথ্যের ভিত্তিতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল।
সকাল ৮টার দিকে সীমান্ত পিলার ৭৯ নম্বরের ১২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের রাস্তা দিয়ে দু'জন মোটরসাইকেলযোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলো।
বিজিবির টহল দল ওই মোটরসাইকেল চালককে থামানোর সংকেত দেয়। এক পর্যায়ে মোটরসাইকেল চালক আরোহীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ টি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১শত ৬২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Comments