পিরোজপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটুনি

পিরোজপুরের নেছারাবাদে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আদম আলী (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার দৈহারি ইউনিয়নের চিলতলা গ্রামে ঘটে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে নেছারাবাদ থানার এসআই প্রকাশ বোস বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আদম আলী নামে এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের মা মোসাঃ ফিরোজা বেগম বাদী হয়ে ছয় জনকে বিবাদী করে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ভুক্তভোগীর আত্মীয়-স্বজন। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে এবং এ বিষয়ে আদালতে মামলাও বিচারাধীন।
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজ শেষে আহত আদম আলী সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এসআই প্রকাশ বোস জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments