দুর্নীতিবাজদের জনগণ আর ভোট দেবে না: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দুর্নীতিতে দেশকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে। ক্ষমতায় যাওয়ার আগেই নিজেদের মধ্যে দেড়শ'র উপরে হত্যা করেছে। ক্ষমতায় না যাওয়ার আগেই এটা ওটা বন্ধ করে দিচ্ছে। যদি ক্ষমতায় যায় তবে বাংলাদেশের অবস্থা কি হবে সেটা আল্লাহই জানে।
বৃহস্পতিবার (২১আগস্ট) বিকেলে বরিশাল নগরীর গীর্জা মহল্লা এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, জনগণ খুবই সচেতন। আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদের জনগণ আর ভোট দেবে না। একবার শুধু ইসলামকে পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন কিন্তু ওরা বারবার ফেল করেছে। আমাদেরকে এখনো পরীক্ষা করেননি। একবার শুধু পরীক্ষা করুন ফের কললে দ্বিতীয়বার আর পরীক্ষা হলেই ঢুকবো না। আশা করি আপনাদের সাথে ধোকামী ছলচাতুরি করা হবে না।
তিনি বলেন, সংখ্যালঘুরা দুটো জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং জান মালের নিরাপত্তা। কোন জুলুম চাঁদাবাজকে সংখ্যালঘুরা ভোট দেবে না। ইসলামী পারে ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে। ইসলাম ক্ষমতায় গেলে বরিশালের প্রত্যেকটা মানুষ নিরাপত্তা লাভ করবে। প্রত্যেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জান মালে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সভাপতি গাজী মোহাম্মদ রেদোয়ান এর সভাপতিত্বে সমাবেশে বরিশাল মহানগরের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।
Comments