মালয়েশিয়ায় নতুন করে ২৪ লাখ বিদেশি কর্মী নিয়োগে তথ্যটি সঠিক নয়

মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় ২৪ লাখের বেশি বিদেশি কর্মী নিয়োগের যে তথ্য বাংলাদেশের অধিকাংশ মিডিয়া প্রচার করেছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালামাপুরে, হাইকমিশনার মোঃ শামীম আহসান।
স্থানীয় সময় সোমবার বিকালে ৪. ৩০ মিনিটে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি এ তথ্য দেন।
তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়া গুলো প্রবাসীদের নিউজ প্রচার করার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ভুল তথ্য প্রচার হওয়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দূতাবাসের সাথে যোগাযোগ করলে দূতাবাস বিভ্রান্তকর পরিবেশে পড়ে।
মালয়েশিয়ার মোট জনসংখ্যার ১০ ভাগ বিদেশি কর্মী নিয়োগ হলে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন হবে, এই বিষয়ে নতুন করে ২০২৫ সালের মধ্যে ২ লাখের বেশি কিছু কর্মীর কোটা অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকার। তবে বাংলাদেশের মিডিয়ায় অন্যভাবে প্রচার হয়েছে।
Comments