গোপালগঞ্জে নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নীলফা বয়রা উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
নীলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হবে তারা কোনোভাবেই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এর মাধ্যমে শিক্ষার্থীদের আরও অধ্যবসায়ী ও শৃঙ্খলাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনার এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দেন। শিক্ষার্থীরা সঠিক উত্তর দিলে তিনি আনন্দিত হয়ে তাঁদের পুরস্কৃত করেন, যা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়।
Comments