ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার করবে বঙ্গ ও মাইকো

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। দেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গ, মাইকোর সাথে পার্টনারশিপে পুরো মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবকটি ম্যাচ দেখানোর জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় দর্শকরা প্রিমিয়ার লিগের ৩৮০টি ম্যাচের সবগুলোই সরাসরি দেখতে পারবে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে 'ইন্টারকন্টিনেন্টাল হোটেল' 'অফিসিয়াল ভেন্যু পার্টনার' হিসেবে যুক্ত ছিল।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাসেম উপস্থিত ছিলেন, যারা দেশের ক্রীড়া ও বিনোদন অঙ্গনে এই আয়োজনের তাৎপর্যের বিষয়টি তুলে ধরেন।
এই যুগান্তকারী চুক্তির ফলে বাংলাদেশি দর্শকরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগের ৩৮০টি ম্যাচের সবগুলো দেখার সুযোগ পাবেন। চলতি আগস্ট মাস থেকে শুরু করে শিরোপা নির্ধারণী ম্যাচ অথবা যেকোনো হাই-ভোল্টেজ ফুটবলপ্রেমীরা প্রতিটি ম্যাচ সরাসরি হাই-ডেফিনিশন (এইচডি) কোয়ালিটিতে বঙ্গ- তে উপভোগ করতে পারবেন।
দর্শকদের সুবিধার জন্য তিনটি ভিন্ন প্যাকেজ রাখা হয়েছে। পুরো মৌসুমের জন্য রয়েছে 'সিজন পাস', যার মূল্য ৬৫০ টাকা। এছাড়া মাসিক প্যাকের মূল্য ১১০ টাকা এবং একদিনের জন্য 'ডেইলি পাস'-এর মূল্য মাত্র ২৫ টাকা।
বঙ্গ-র সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের তার উচ্ছাস প্রকাশ করে বলেন, "নব্বইয়ের দশকে আমি টিভিতে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেই বড় হয়েছি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেই ফুটবলের প্রতি আমার ভালোবাসা জন্মায়। আজ বাংলাদেশে আবারও ফুটবলের সেই উন্মাদনা ফিরে এসেছে। আমাদের লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে বিশ্বের সেরা ফুটবল 'ইংলিশ প্রিমিয়ার লিগ' দেখার সুযোগ কওে দেওয়া, যাতে তারা খেলা দেখতে, শিখতে এবং খেলতে উৎসাহিত হয়। খুব শীঘ্রই আমরা ফ্যান্টাসি লিগ নিয়েও আসছি, সে সম্পর্কিত ঘোষণার জন্য চোখ রাখুন।"
মাইকো-র সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা সোমাইর রিজভীও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি আরো বলেন, "বঙ্গ-র সাথে পার্টনারশিপে বাংলাদেশে প্রিমিয়ার লিগ আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ফুটবল মানুষকে যেভাবে একত্রিত করতে পারে, তার তুলনা হয় না। এই চুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লিগের প্রতিটি মুহূর্ত সরাসরি উপভোগ করতে পারবেন"
বাফুফে সভাপতি তাবিত আউয়াল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "বঙ্গ-র মতো একটি দেশীয় প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে প্রিমিয়ার লিগ সরাসরি স¤প্রচারিত হতে যাচ্ছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের অনেকেই এই লিগের খেলা দেখে বড় হয়েছি, ফুটবলের প্রতি ভালোবাসা জন্মেছে এবং সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন দেখেছি। আমি আশা করি, এই উদ্যোগটি বাংলাদেশের নতুন প্রজন্মকে কেবল খেলা দেখতেই নয়, আরও বেশি করে ফুটবল খেলতে উৎসাহিত করবে, যা আমাদের দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।"
বঙ্গ ও মাইকো বাংলাদেশে স্পোর্টস স্ট্রিমিং-এ এক নতুন দিগন্ত উন্মোচন করতে চায়, যার মাধ্যমে প্রত্যেক ভক্তের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের নিরবচ্ছিন্ন, ঝকঝকে এবং সহজলভ্য স¤প্রচার পৌঁছে দেওয়া সম্ভব হবে। শেষ মুহূর্তের গোল থেকে শুরু করে আইকনিক সেলিব্রেশন পর্যন্ত, বাংলাদেশি ভক্তরা প্রিমিয়ার লীগের ২০২৫/২৬ মৌসুমের একটি মুহূর্তও আর মিস করবে না। প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত। দেখুন যেকোনো সময়, যেকোনো জায়গায়।
Comments