শেবাচিম হাসপাতালে ডিসি অফিস ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার বিচার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ধর্মঘট ডেকেছে ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষিদের গ্রেপ্তার করা না হলে সর্বত্র কর্মবিরতিতে যাবেন বলে হুশিয়ারি দেন মিডলেভেল। চিকিৎসকরা। তবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।
এদিকে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করে চিকিৎসক, নার্স, টেকনোলোজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এসময় মানববন্ধন থেকে চিকিৎসকদের পক্ষ থেকে শেবাচিম হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ আব্দুল মুনেম সাদ ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে তারা সর্বত্র কমপ্লিট সার্টডাউন ঘোষনা করবে। এর আগে তারা হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে।
উল্লেখ্য, গত রোববার হাসপাতালের সামনে এক চিকিৎসক লাঞ্চিতের ঘটনা ঘটে। এসময় হাসপাতালের আরো দুই জন আহত হয়। এরই প্রতিবাদে আজ হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাস্থ্য সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পাঁচ দফা দাবি আদায় বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
মহিউদ্দিন রনি জানান, তারা আমাদের উপর হামলা করেছে মামলা করেছে। আমরা মনে করছি চিকিৎসকরা সিন্ডিকেট লালন পালন করছে। আমরা তো আছি অতি দ্রুত সরকারি পদক্ষেপে আমাদের প্রতিটি দাবি মেনে নেয়া হোক এবং আমাদের শিক্ষার্থীদের উপর যতগুলো হামলা হয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে।
Comments