ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিতাস নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচির অংশ হিসেবে সকালে তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সংক্ষিপ্ত প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। মাছের অভয়াশ্রম রক্ষা, সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতা বাড়াতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Comments