জুলাই সনদে যা যা থাকছে

ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া শনিবার গণমাধ্যমে পাঠিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো সনদে উল্লেখ থাকছে।
প্রথম পর্বে ঐকমত্য হওয়া বিষয়ের মধ্যে আছে:
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন।
জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা।
রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা ও আইনজীবীদের আচরণবিধি।
গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা।
তথ্য অধিকার আইনের সংশোধন।
দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন।
দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পদ্ধতি।
আয়কর আইনের সংশোধন।
দ্বিতীয় পর্বে মৌলিক সংস্কার প্রস্তাব ঐকমত্য হয়। সেগুলো হলো:
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ।
রাষ্ট্রপতির ক্ষমা-সম্পর্কিত বিধান।
বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ অর্থাৎ সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ।
জরুরি অবস্থা ঘোষণা।
প্রধান বিচারপতি নিয়োগ।
সংবিধান সংশোধন।
প্রধানমন্ত্রীর মেয়াদকাল।
নির্বাচন কমিশন গঠন।
পুলিশ কমিশন গঠন।
নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ-সম্পর্কিত প্রস্তাব।
Comments