রাশিয়ায় বারুদের কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ১৩০

রাশিয়ার রিয়াজান অঞ্চলে বন্দুকের গুলি ও গানপাউডারের তৈরির একটি কারখানায় আকস্মিক বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায়আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন।
শনিবার (১৬ আগস্ট) টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াজান শহর থেকে ৬৫ কিলোমিটার এবং মস্কোর ২৫০ কিলোমিটার দুরে লেসনয় গ্রামে অবস্থিত কারখানাটিতে এই আকস্মিক বিস্ফোরণটি ঘটে।
ধ্বংসাবশেষ এবং একটি ভবনের মারাত্মক ক্ষতির ছবি প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে, 'দুর্ভাগ্যবশত, ১১ জন নিহত হয়েছেন এবং ১৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।'
রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি ওয়ার্কশপের ভেতরে আগুন লাগার ফলে এই ঘটনাটি ঘটেছে।
এদিকে আগুন লাগার স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে সম্প্রতি রিয়াজান অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
বিস্ফোরণের প্রাণহানির ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ একদিনের শোক ঘোষণা করেছে।
মালকভ টেলিগ্রামে বলেছেন, 'বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।'
সূত্র: রয়টার্স, মস্কো টাইমস
Comments