ইতালিতে নন-সিজনাল স্পন্সর ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের মানবিক সংকট

ইতালিতে বৈধ নন-সিজনাল স্পন্সর ভিসা নিয়ে আসা হাজারো বাংলাদেশি শ্রমিক দীর্ঘদিন ধরে বৈধতার অনিশ্চয়তায় ভুগছেন। এ অবস্থার দ্রুত সমাধানের দাবিতে রোমে সংবাদ সম্মেলন এবং বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেয়া হয়েছে।
১৪ আগস্ট রোমের বাংলাদেশ দূতাবাসে ভুক্তভোগী শ্রমিকদের পক্ষ থেকে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেয়া হয়। একইদিন বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত দুই থেকে তিন বছর ধরে তারা অনিশ্চয়তা ও মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীদের প্রধান দাবি ও চাওয়া:
১. বৈধ স্পন্সর ভিসা নিয়ে ইতালি আসা শ্রমিকদের দ্রুত Permesso di Soggiorno (বৈধ বসবাসের অনুমতি) প্রদান।
২. প্রতারণার শিকার শ্রমিকদের আইনি সহায়তা নিশ্চিত করা।
৩. বৈধতা না থাকায় স্বাস্থ্যসেবা, সঠিক কর্মসংস্থান ও মৌলিক অধিকার বঞ্চনার অবসান।
৪. আগামী ৩১ আগস্ট ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে বিষয়টি দুই দেশের শীর্ষ পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় আনা।
৫. দূতাবাসের পক্ষ থেকে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতা প্রদান।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, 'আমরা অবৈধভাবে আসিনি, ইতালির সরকারের বৈধ ভিসা নিয়েই এখানে এসেছি। কিন্তু মধ্যস্থতাকারীর প্রতারণা ও আইনি জটিলতার কারণে দুই থেকে তিন বছরেও বৈধ হতে পারিনি। এর ফলে আমরা কাজের সুযোগ হারাচ্ছি, স্বাস্থ্যসেবা পাচ্ছি না এবং নানাবিধ মানবিক সমস্যায় দিন কাটাচ্ছি। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না'।

তারা বাংলাদেশ সরকার, ইতালি সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ভুক্তভোগী শ্রমিকদের দাবি, তাদের বৈধতার বিষয়টি সমাধান হলে তারা পরিবারকে সহযোগিতা করতে পারবেন এবং বৈধভাবে কাজের মাধ্যমে ইতালি ও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।
Comments