ফরিদপুরে এনসিপিতে বড় ধাক্কা; গভীর হতাশা থেকে পদত্যাগ করলেন রুবেল মিয়া

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে চমকপ্রদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন সমন্বয় কমিটির অন্যতম সদস্য রুবেল মিয়া হৃদয়। গত রোববার রাতে তিনি ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে পদত্যাগপত্র জমা দেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রুবেল মিয়া হৃদয় তার পদত্যাগপত্রে বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, এনসিপির ফরিদপুর জেলার কার্যক্রমে অনিয়ম, জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত এবং দলের বর্তমান পথচলা তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে মেলেনি। এ কারণে গভীর হতাশা ও বিচলিত মনে তিনি দলের সব ধরনের কার্যক্রম ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা সাংবাদিকদের জানান, তারা রুবেলকে বোঝানোর চেষ্টা করলেও তিনি তার সিদ্ধান্তে অটল থেকেছেন। ফলে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে, এবং আগামী দু-এক দিনের মধ্যে তাকে পদত্যাগপত্রের কপি হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত ৫ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে ২৩ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা সমন্বয় কমিটি অনুমোদিত হয়। এতে সৈয়দা নীলিমা দোলাকে প্রধান সমন্বয়কারী, ৫ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকি ১৭ জনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রুবেল মিয়া হৃদয়ের এই পদত্যাগ কি এনসিপির অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত? নাকি এটি ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে? স্থানীয় রাজনীতিতে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
Comments